বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
মিজানুর রহমান (ধামরাই) ঢাকা( প্রতিনিধি : করোনা ভাইরাস হতে মুক্ত রাখতে26 শে মার্চ বৃহস্পতিবার দুপুরে এই জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ধামরাই এর চর চৌহাট সহ আশেপাশের বেশ কিছু এলাকায় মানবিক সংগঠন ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে জীবাণু নাশক স্পে প্রয়োগ। এ সময় ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার সংগঠনের সভাপতি গোলাম রাব্বি হোসেন সবুজ এর উপস্থিতিতে কার্যক্রম চালানো হয়, সদস্য রা নিজ দায়িত্বে স্পে প্রয়োগ করে এলাকার বাসায় ভিতর, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থানে এই জীবাণু নাশক স্পে প্রয়োগ করে। সৌজন্যেঃ ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।করোনা ভাইরাস হতে সচেতন বৃদ্ধিতে গণ মানুষের কাছে লিফলেট বিতরণ সহ না মুখি সচেতন মূলক কাজ করে যাচ্ছে ধামরাই থানাধীন চরচৌহাটে ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থা নামক একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য বৃন্দরা।
309 total views, 1 views today