বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার তার করোনা টেস্ট করার পর পরীক্ষার ফলাফলে এ রিপোর্ট পাওয়া যায়। ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. ফেরদৌস আশিক আওয়ান এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের আজ করোনাভাইরাস (সার্স-সিওভি-২) টেস্ট করা হয়। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর) মাধ্যমে তার টেস্ট করা হয়। আমি খুশি যে রিপোর্ট নেগেটিভ এসেছে। ডনের খবরে বলা হয়েছে, একজন কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানের প্রয়াত সমাজকর্মী, ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর করেনা তহবিল ফান্ডে ১০ মিলিয়ন ডলার অনুদান দেন ইধি। মঙ্গলবার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। এ খবরের পরই ইমরান খানের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।
215 total views, 1 views today