বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে প্রশাসনের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সোমবার বেলা ১২টায় উপজেলা চত্তরে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন শাহা, আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, পৌরসভার সচিব ফারুক হোসেন প্রমুখ। এছাড়া সকাল ১০টায় উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদে দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ওটরা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা সহ ওই ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় জন প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, আঁধা কেজি তেল, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়।
184 total views, 1 views today