বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি আজ ০৮/০৪/২০২০ তারিখে আজ সকাল ১০ ঘটিকা হতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাম এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় নাজির মহল্লা,কাউনিয়া হাউজিং, নতুল্লাবাদ, বাজার রোড ও ব্রাউন কম্পাউন্ড এ মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে গণসচেতনতা সৃষ্টি করা হয় ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে নাজির মহল্লায় ফুয়াদ নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়। কাউনিয়া এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় মিজানকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়। বাজার রোড এলাকায় অনুরূপ অপরাধের জন্য ইব্রাহীম নামে এক ব্যক্তিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। নগরীর অন্যান্য এলাকায় সোহেল মোল্লা ও কৃষ্ণ নামে অপর দুই ব্যক্তিকে আরো ২০০০ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর জনাব জাকির হোসেন সহযোগিতা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় ক্যাপ্টেন আশফানুল হক সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের কয়েকটি টিম সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
171 total views, 1 views today