বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুরু করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন। খবর দ্য ডনের। পাকিস্তান এমন সময় সার্কের গঠন কাঠামোর আওতায় করোনাভাইরাস মোকাবেলার আহ্বান জানাল, যখন ইসলামাবাদ ও নয়াদিল্লি মধ্যকার মতবিরোধের কারণে আঞ্চলিক এ সংস্থাটি অকার্যকর হয়ে রয়েছে। ফারুকি শনিবার বিবৃতিতে বলেন, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলার উপায় নিয়ে কথা বলতে চান। দক্ষিণ-এশীয় সহযোগিতা সংস্থা– সার্ক একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের যে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থার তুলনায় বড় ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। তবে সংস্থাটি ২০১৬ সাল থেকে অকার্যকর হয়ে রয়েছে। ওই বছর থেকে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যকার তীব্র মতবিরোধই মূলত সার্কের অকার্যকারিতার জন্য দায়ী। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ সদস্য। এ ছাড়া ইরান ও চীন এই আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষক সদস্য এবং এই দুটি দেশই সার্কের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে।
204 total views, 1 views today