বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন
জহিরুল ইসলাম ইউসুফ ঃ উলানিয়া থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক দুর্গম পথ হেটে বুড়িপুল হয়ে লালগঞ্জ দিয়ে কালিগঞ্জ পাড়িয়ে সুলতানি মীরা বাজার পর্যন্ত জনসচেতনতার কাজ করে যাচ্ছেন বর্ণপরিচয়ের কর্মীরা।পথে -ঘাটে, বাজারে জীবানু নাশক ছিটিয়ে, সেনিটাইজার দিয়ে মাইকিং করে ছিন্নমূল মানুষকে তারা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।এ সময় তারা করোনার বৈশ্বিক ভীতিকর অবস্থা তুলে ধরেন। এ সময় উলানিয়া দায়িত্বে থাকা নৌ পুলিশের অফিসার রাজ্জাক সাহেব সাথে থেকে মানুষকে সাবধান করে।
234 total views, 1 views today