বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসা সহায়তায় সরকারকে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট সরবরাহ করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। দুই লাখ এক হাজার ৬০০ পিস হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বিনামূল্যে সরকারকে সরবরাহ করেছে দেশীয় এই ওষুধ কোম্পানি। ওষুধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে এগুলো বুধবার হস্তান্তর করে কোম্পানিটি। রাজধানীর মহাখালীতে ডিজিডিএ কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে ওষুধগুলো হস্তান্তর করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রেডিয়েন্টের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আশরাফুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চীনের উহান থেকে উৎপত্তি প্রাণঘাতী করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। সারা বিশ্বে দেড় লক্ষাধিক মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে। ভাইরাসটির কোনো প্রতিষেধক না থাকায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। তবে কিছুটা আশাজাগানিয়া খবর হচ্ছে, করোনাভাইরাসের চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন।
175 total views, 1 views today