বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন
প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আজ সোমবার (২৩ মার্চ) সকালে করোনা প্রতিরোধে সচেনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনার অফিসের সন্মেলন কক্ষ থেকে বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি ছয় জেলার করোনার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এ বিষয়ে আরও সচেনতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন। পাশাপাশি করোনায় গুজবের ব্যাপারে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। ভিডিও কনফারেন্সে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনগণ অংশ নেন। এসময় অন্যদের মধ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। কনফারেন্সে জানানো হয় গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় আরও ২৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বিভাগে ১ হাজার ৯৯৪ জনকে বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে
233 total views, 1 views today