রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:০৭ পূর্বাহ্ন
সিকো চাকমা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর রাতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার মোঃ মনিরুল হক (৬৫) ও সাভারের বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০)।
নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইয়াসির আরাফাত বলেন, বন্যপ্রাণী আইনে এ ধরনের প্রাণী ধরা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষকগুলো প্রতিটি প্রায় ১৪ ইঞ্চি লম্বা।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, তক্ষক নিয়ে আটক ব্যক্তিদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তক্ষক দুটি পটিয়া শ্রীমাই সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। ইতোমধ্যে রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান তক্ষক দুটি গ্রহণ করেছেন।
30 total views, 1 views today