বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
বরিশালে ট্রাকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করছেন ছাত্রলীগ নেতা। সোমবার সদর উপজেলার লাহারহাট ফেরিঘাটে ট্রাকে চাঁদাবাজিকালে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দুইজনকে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশে সোপর্দ করে সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।
এই ছাত্রলীগ নেতা জানিয়েছেন- বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কালাম মোল্লা ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে এক সংগঠন খুলে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিলেন। তিনি লাহারহাট ফেরিঘাটে লোকজন বসিয়ে প্রতিটি ট্রাক থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করে আসছিলেন।
এই বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার সকালে সেখানে নেতাকর্মীদের নিয়ে হানা দিয়ে চাঁদাবাজিকালে দিনার ও আকাশ নামে দুই যুবক আটক করা হয়।
পরবর্তীতে তাদের দুইজনকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বরিশালটাইমসকে জানিয়েছেন- এই চাঁদা উত্তোলনের ঘটনায় আনোয়ার নামে এক ট্রাক ড্রাইভার একটি মামলা করেছেন।
এই মামলায় বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা, ট্রাক শ্রমিকলীগ লাহারহাট শাখার সাধারণ সম্পাদক শুক্কুর ও শুক্কুরের দুই ছেলে দিনার ও আকাশকে অভিযুক্ত করা হয়েছে।
437 total views, 1 views today