বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
মো: আক্তার হোসেনঃ শিক্ষাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসাবে আখ্যায়িত করে মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে উপযুক্ত মানুষ গড়ে তোলার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। এজন্য তিনি কোচিং বানিজ্য,নোট বই,গাইড বই ব্যবসা কঠোর হাতে দমনে প্রশাসনকে নির্দেশ দেন। আজ রোববার দুপুরে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। স্থানীয় সামাজিক সংগঠন কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ৬৬৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস,সৈয়দা রুবিনা আক্তার,অতিরিক্ত সচিব সাউদুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
442 total views, 1 views today