বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
মোঃ নিরব ভূঁইয়া ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ। গাজীপুর জেলার সদর মেট্রো থানার জয়দেবপুর মৌজার রাজ দিঘীর পাড়ে জবর দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রাজউকের প্লান লঙ্ঘন করে পাসের জমির মালিকের জমি দখল করে ওই ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযুক্তরা হচ্ছেন ১। গাজীপুর মেট্রো পলিটন সদর থানার কানাইয়া এলাকার মোহাম্মদ শরিফ উদ্দিন। ২। জয়দেবপুর থানার রিপ্রবর্থা এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৩। কালিয়াকৈর থানার মৌচাক এলাকার মোহাম্মদ সাদিকুর রহমান ৪। শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকার মোহাম্মদ নাসির উদ্দীন। ৫। কালিয়াকৈর উপজেলার রশিদ পুর এলাকার মোহাম্মদ হারুন আর রশিদ ৬। জয়দেবপুর থানার পূর্ব খুদে বরমী এলাকার মোহাম্মদ শহিদ সরকার। ৭। কালিয়াকৈর থানার মজিদ চালা এলাকার মোহাম্মদ আল ইমরান ৮। কাশিম পুর থানার মাধবপুর এলাকার মোহাম্মদ আজিজ মাহমুদ। ৯। কালিগঞ্জ থানার চৈতারপাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম ১০। কালিয়াকৈর থানার গাবতলি এলাকার মোহাম্মদ শাহআলম। এ ব্যাপারে ভূমি মন্ত্র্যণালয়ের সচিব রাজধানী উন্নয়ন কর্তপক্ষ ( রাজউক) গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করছেন পাশ্ববর্তী মালিকরা। রাজউক ২ পরিদর্শক মোহাম্মদ মুরাদ মিয়া জানান আমরা কাজ বন্ধের জন্য নোটিশ দিয়েছি। হেনা পারভীনসহ ১০ জনের অভিযোগের প্রেক্ষিতে রাজউক পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ মুরাদ মিয়া ভবনের স্হলে হাজির হয়ে নিয়ম ৩ লংঘন করে ভবন নির্মাণ বন্ধ করতে দুই বার নিষেধ করেছেন। সরেজমিনে দেখা গেছে অভিযুক্তরা দক্ষিণ পাশের সীমানায় থাকা সরকারী লিজের জমি ঘেসে ভবন নির্মাণ শুরু করেছেন। এতে এক ইঞ্চি ও ফাঁকা নেই। পূর্ব পাশের জমিওয়ালার ৮ ইঞ্চি ও অভিযোগ কারীদের ৭ ইঞ্চি জমিতে জবর দখলের ঘটনা ঘটেছে। অথচ রাজউকের নিয়ম মতে চতুর্দিকে এক মিটার সোয়া ৩ ফুট ফাঁকা রাখতে হয়। অভিযোগকারী হেনা জানান। জমি জবর দখল কারীরা আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকীদেয় এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত জমি দখল কারীদের একজন দেলোয়ার হোসেন তার সাথে মুঠোফোনে কথা বলতে তিনি জানান আমি এ বিষয়ে কিছুই জানিনা আমার শশুর অশুস্হ ছিলো তাকে নিয়ে ঢাকায় ছিলাম। শশুর মারা গিয়াছে। যার কারনে আমি কিছুই জানিনা।
136 total views, 1 views today