বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
জনতাড ডেস্ক:মাগুরায় এক কিশোরকে গলা কেটে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আল আমিন (১৪)।
বুধবার সকালে মাগুরার সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোর আল আমিন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
এলাকাবাসী জানান, ভোরে শিশুরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই গ্রামের শিকদারবাড়ির পাশে পাটক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়।
পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সকাল ৯টার দিকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মামা ইলিয়াস হোসেন জানান, বাবার মৃত্যুর পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর থেকে নানা লিয়াকত আলীর বাড়িতে থাকত।
ঈদের আগে আল আমিনকে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় যাত্রী নিয়ে সে জগদল এলাকায় যায়। কিন্তু তার পর থেকেই সে নিখোঁজ ছিল। এদিকে সকালে পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। এই ইজিবাইকের লোভেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেটি নিয়ে গেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। আশা করছি শিগগিরই অপরাধীদের ধরা সম্ভব হবে।
334 total views, 1 views today