রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
সিকো চাকমা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুটি তক্ষকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর রাতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মনিরুল হক (৬৫) ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে।
নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইয়াসির আরাফাত বলেন, বন্যপ্রাণী আইনে এ ধরনের প্রাণী ধরা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় চেক পোস্ট বসিয়ে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধারের পাশাপাশি মনিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষকগুলি প্রতিটি প্রায় ১৪ ইঞ্চি লম্বা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল জানিয়েছেন, বান্দরবানের একজনের কাছ থেকে তিনি টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন।
তিনি বলেন, প্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। মনিরুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
42 total views, 1 views today