বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
সিকো চাকমা
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ সোহেল উদ্দিন (৩৫) চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইছামতি এলাকার মোঃ আবদুল জলিলের ছেলে।
রোববার দুপুরে চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, শনিবার রাত ১১টার দিকে কালুরঘাট সার উঠানোর ঘাট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অভিযান টের পেয়ে জাহেদ ও জিসান নামে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া বলেন, গ্রেপ্তার সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দ করা ইয়াবাগুলো মায়ানমার থেকে সড়ক ও নৌপথে কালুরঘাট এলাকায় নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার ও পাচারে যুক্ত বলেও জানান তিনি।
102 total views, 1 views today