বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গুলিবিদ্ধ ইমরান খানের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক অভিমানে একসাথে বিষপান যমজ বোনের, একজনের মৃত্যু ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, করল ইসরাইল ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে পিস্তল দিয়ে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের আইনের শাসন, অবাধ নির্বাচন সুস্থ গণতন্ত্রের ভিত্তি: মার্কিন দূতাবাস ধনীদের উপর কর বাড়িয়েছে পাকিস্তান, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা ইউক্রেনে দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া হজের তাৎপর্য সীতাকুণ্ডে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু । জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হলেন রাবাব ফাতিমা । দোনেতস্কের আদালতে দুই ব্রিটিশসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় বরগুনায়, ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে মস্কো, জানালেন পুতিন । আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থীকে জরিমানা । বিশ্ব পরিবেশ দিবস পালন করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন হাসান আহমেদ ভারতে যৌন নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর মুক্তি পেল ‘টোপ’ নাটকের গান ‘তোমায় কাছে পেলে’ বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের বরিশাল জেলা কমিটি গঠিত
চলতি বছরে বাড়বে স্মার্টফোনে হ্যাকিং শঙ্কা

চলতি বছরে বাড়বে স্মার্টফোনে হ্যাকিং শঙ্কা

তথ্যফাঁস এবং হ্যাকিং যেন এক নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। সাম্প্রতিককালের হিসাব অন্তত তেমনটাই ইঙ্গিত করছে। দেখা যাচ্ছে, প্রতি বছরেই ক্রমান্নয়ে বাড়ছে তথ্যফাঁসের ঘটনা। যেমন- ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে তথ্যফাঁসের পরিমাণ বেড়েছে ৫৪ শতাংশ। এরই মধ্যে নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে মোবাইলভিত্তিক ম্যালওয়্যার এবং ব্যাংকিং ট্রোজানের সংখ্যা আরও অনেক বাড়বে। শীর্ষস্থানীয় অ্যাকাউন্টিং ও কনসাল্টিং প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের পক্ষ থেকে বলা হয়, ৫জি এবং ইন্টারনেট অফ থিংস-এর (আইওটি) পরিধি যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে ডেটার গতিও আর সঙ্গে বাড়বে সাইবার হামলার গতি। সম্প্রতি ‘সাইবার ট্রেন্ডস ইন ২০১৯ অ্যান্ড প্রেডিকশনস ফর ২০২০’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, হামলার গতি এবং কার্যকরিতা বাড়াতে হ্যাকাররা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলা বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে। যদি ঘটে তা নয়, বিষয়টি হচ্ছে কখন ঘটবে। নিয়মিত পর্যবেক্ষণ এবং ফ্রেমওয়ার্কভিত্তিক পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা আরও ভালো এবং সক্রিয়ভাবে মোকাবেলা করতে পারবে, বলেন গ্র্যান্ট থর্নটন ইন্ডিয়ার সাইবার সিকিউরিটি অ্যান্ড আইটি রিস্ক অ্যাডভাইজরি পার্টনার আকশায় গারকেল। প্রতিবেদনে বলা হয়, সাইবার হয়রানিসহ সাইবার নিরাপত্তার ঘটনা আগের বছরের তুলনায় ছয় গুণের চেয়েও বেশি বেড়েছে। আর অপরাধের ধরন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ কমানো ডেটা বিশ্লেষকদের জন্য আরও জটিল হবে। গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ সাইবার নিরাপত্তা ভাঙবে মানুষের ভুলের কারণে। মানবকেন্দ্রিক নিরাপত্তা চিন্তার মূল কারণ এবং মানবকেন্দ্রিক সমাধানের পাশাপাশি প্রযুক্তিও দরকার। ধারণা মতে, ২০১৯ সালে তথ্যফাঁসের ঘটনা ঘটেছে ৪৩০ কোটি। এর মধ্যে ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তির মাধ্যমে তথ্যফাঁসের ঘটনা ঘটেছে।

 129 total views,  1 views today

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2018 doinikjonotarkhobor