বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
জনতার ডেক্সঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের কলেজছাত্র মেহেদি হাসান শুভ হত্যা মামলার আসামি হেলাল ফকিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। হেলাল বড়ইয়া গ্রামের আমজেদ ফকিরের ছেলে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আসামি হেলালকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গত ২৫ মার্চ রাতে বড়ইয়া গ্রামের আব্দুল্লাহ আল মাহাবুবের ছেলে শুভকে পরিবল্পিতভাবে কলাকোপা এলাকায় নিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পর দিন ২৬ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২৮ মার্চ ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন নিহত শুভর বাবা।
126 total views, 1 views today