মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ন
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে ব্রাকের সহযোগিতায় যক্ষা বিষয়ক কর্মশালা বেরাক কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
২৫/০২/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা বেরাক অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রজ্ঞা পারমিতা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ব্রাকের ব্যবস্থাপক মোঃ আব্বাস আলী, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ জোবায়ের হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাধীনতা সেনিটারিয়ান পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর কামাল, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল হক নাঈম, ব্রাকের অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রশিক্ষনার্থী পল্লী চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
44 total views, 1 views today