বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
আকাশ রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ট্রাকের ধাক্কায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আয়েশ আলী (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নেকমরদ-বাংলাগড় সড়কের ঘণশ্যামপুর ডাঙ্গীপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশ আলী উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, আয়েশ আলী বাড়ী থেকে বাইসাইকেলে করে নেকমরদ বাজারে আসার পথে দ্রুততগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রানীশংকৈল থানার (ওসি তদন্ত) খায়রুল আনাম ডন বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো- ট -১৬৫২৮১) থানায় আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে এবং এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
319 total views, 1 views today