বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন
আকাশ রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : শুটিংয়ের জন্য ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিনোদন জগতের আলোচিত তারকা হিরো আলম। হিরো আলমের আসার খবর ছড়িয়ে পড়লে সরাসরি তাকে দেখতে ছুটে আসছেন স্থানীয় লোকজন। অনেকেই তার সঙ্গে হাত মেলাচ্ছেন, সেলফি তুলছেন। তিনি বর্তমানে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের বিভিন্ন শুটিং স্পটে কাজ করছেন। জানা গেছে, জেলা শহরের বার্ণসিনা প্রোডাক্টশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে ‘কষ্টের সাইকেল’ নামে একটি শর্টফিল্ম। আর এ শর্টফিল্মে অভিনয় করতে এসেছেন এ জেলায়।তিনি আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে একজন সহকারীকে নিয়ে ঠাকুরগাঁওয়ে উপস্থিত হন। হিরো আলমের আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাসহ দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন এক নজর দেখতে। তিনি কাজ শেষ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও ছাড়বেন। তার সঙ্গে রয়েছেন বার্ণসিনা প্রোডাক্টশনের পরিচালক এন্টুনি ডেভিড নীল, সহকারী পরিচালক জয় মহন্ত অলক, প্রোডাকশন ম্যানেজার আলমগীর হোসেনসহ শর্টফিল্মের কলা-কুশলীরা । প্রোডাকশনের পরিচালক এন্টুনি ডেভিট নীল জানান, আমরা ‘কষ্টের সাইকেল’ নামে একটি শর্টফিল্মে কাজের জন্য হিরো আলমকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এতে সাড়া দিয়ে এ কাজের জন্য ঠাকুরগাঁওয়ে এসেছেন। আমাদের শর্টফিল্মটি তৈরি করতে আজ ও আগামীকাল পর্যন্ত তিনি থাকবেন। এরপর তিনি আগামীকাল রাতে ঠাকুরগাঁও ছেড়ে যাবেন। অভিনেতা হিরো আলম বলেন, আমি ঠাকুরগাঁওয়ের মানুষের আতিথিয়তায় মুগ্ধ। এখানকার পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। আমি বেশ এনজয় করছি।পরবর্তীতে সুযোগ পেলে আবারও ঠাকুরগাঁওয়ে আসবো।
311 total views, 1 views today