বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আব্দুর রহমান পিতাঃ আকছাদ আলী,ওয়াড নং-৫ , কিসামত তেয়ারীগাঁওয়ে ১৯ এপ্রিল রবিবার দুপুর দুই টায় বাড়ির পার্শ্বে তার নিজের একটি পুকুর ৮/১০ জনে মিলে খনন করার সময় ৯০০ গ্রাম ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তি পাথরটি দেখার জন্য উৎসুক জনতা ভীর করে। এ সময় আব্দুর রহমান মূর্তিপাথর টি গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো)এর নিকট জমা দিলে তিনি ঠাকুরগাঁও সদর থানায় খবর দেন। ঠাকুরগাঁও সদর থানার এস, আই আহম্মদ উল্লাহ প্রধান ও এ,এস, আই সাইফুল ঘটনা স্থল পরিদর্শন করেন। পরে গড়েয়া ইউনিয়ন চেয়ারম্যানের অফিস থেকে ৯০০ গ্রামের উদ্ধার কৃত প্রাচীণ মূর্তি টি পুলিশের নিকট তুলে দেওয়া হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত ওসি গোলাম মুর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
248 total views, 1 views today