বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
মিজানুর রহমান( ধামরাই) ঢাকা (প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বালিয়া পাড়া জালসা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা। তিনি জানান, বিকেলের দিকে ধামরাইয়ের জালসা এলাকা থেকে কাওয়ালীপাড়া যাচ্ছিলো ওই দুই মোটরসাইকেল আরোহী। পরে জালসা বউ বাজার এলাকার আঞ্চলিক সড়ক থেকে সাটুরিয়া আঞ্চলিক সড়কে ওঠার সময় সাটুরিয়াগামী একটি ড্রাম ট্রাক পিছন থেকে এসে তাদের ধাক্কা দেয়। এসময় আজিজুল হক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
145 total views, 1 views today