বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী জাহারা মিতু স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন। টালিউডের জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে শুটিং শেষে বাসায় ফিরেই কোয়রেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন এই নায়িকা। কলকাতায় টানা ১৭ দিন ছিলেন মিতু। এরমধ্যে দিন সাতেক শুটিং করেছেন ‘কমান্ডো’ ছবির, যেখানে তার নায়ক দেব। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় বুধবার দুপুরে দেশে ফিরেন এই নায়িকা। ফিরেই স্বেচ্ছায় তিনি তার উত্তরায় বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এ বিষয়ে জাহারা মিতু জানান, ৩১ মার্চ পর্যন্ত কলকাতায় সব শুটিং বন্ধ। লম্বা এ সময়টা ওখানে থাকাটা ব্যয়বহুল। সেজন্য দেশে ফিরে এসেছেন। এসেই তিনি কোয়ারেন্টাইনে গেছেন। দরজার বাইরে খাবার দিয়ে যাচ্ছে সেগুলো খাচ্ছি। মিতু জানান, কলকাতা শহরের বিভিন্ন লোকেশন ও স্টুডিওতে দেবের সঙ্গে শুটিং করেছেন। কলকাতার বাইরে বোলপুরে শুটিংয়ের কথা থাকলেও বাতিল হয়। ৩১ মার্চের পর পরবর্তী শুটিং নিয়ে ভাবা হবে। তিনি বলেন, চলতি মাসের শুরুতে যখন কলকাতায় যাই তখন করোনা নিয়ে কোনো আতঙ্ক ছিল না। সরকারিভাবে যখন ঘোষণা দেয়া হল তখনই কলকাতা সব ফাঁকা হতে শুরু হলো। এর আগে জনপ্রিয় অভিনেত্রী শাওন হোম কোয়ারেন্টিনে গেছেন। গায়ক ও অভিনেতা তাহসান খানও হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
587 total views, 1 views today