বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গুলিবিদ্ধ ইমরান খানের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক অভিমানে একসাথে বিষপান যমজ বোনের, একজনের মৃত্যু ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, করল ইসরাইল ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে পিস্তল দিয়ে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের আইনের শাসন, অবাধ নির্বাচন সুস্থ গণতন্ত্রের ভিত্তি: মার্কিন দূতাবাস ধনীদের উপর কর বাড়িয়েছে পাকিস্তান, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা ইউক্রেনে দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া হজের তাৎপর্য সীতাকুণ্ডে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু । জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হলেন রাবাব ফাতিমা । দোনেতস্কের আদালতে দুই ব্রিটিশসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় বরগুনায়, ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে মস্কো, জানালেন পুতিন । আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থীকে জরিমানা । বিশ্ব পরিবেশ দিবস পালন করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন হাসান আহমেদ ভারতে যৌন নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর মুক্তি পেল ‘টোপ’ নাটকের গান ‘তোমায় কাছে পেলে’ বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের বরিশাল জেলা কমিটি গঠিত
দেশের প্রথম ‘লকডাউন’ শিবচরে যেভাবে করোনার বিস্তার রোধ

দেশের প্রথম ‘লকডাউন’ শিবচরে যেভাবে করোনার বিস্তার রোধ

দেশের প্রথম কোনো এলাকা হিসেবে লকডাউনের এক মাস অতিক্রম করেছে মাদারীপুরের শিবচর। গত ১৯ মার্চ বাংলাদেশে সর্বপ্রথম শিবচরকে লকডাউন করা হয়। সঠিক সময়ে কঠোরভাবে লকডাউনের কারণে করোনার বিস্তার ঘটেনি শিবচরে। সে দিন বাংলাদেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ এবং এর মধ্যে শিবচরেই আক্রান্ত ছিল ৮ জন। তাও আবার করোনার বিস্তার শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সঠিক সময়ে লকডাউন থাকায় করোনার সামাজিক সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে। তা না হলে নারায়ণগঞ্জ ও ঢাকার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তার একদিন আগে ইতালি থেকে বাংলাদেশে আসেন শিবচর পৌরসভার গুয়াতলার এক ব্যক্তি। তিনি ১৩ মার্চ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। পরদিন শনাক্ত হয় তার স্ত্রী ও দুই সন্তান। ১৭ মার্চ শনাক্ত হয় তার শাশুড়ি ও এক বন্ধু। ১৮ মার্চ ওই প্রবাসীর বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি পজিটিভ শনাক্ত হন। উল্লিখিত ৭ জন ওই প্রবাসীর মাধ্যমেই সংক্রমিত হন। এর বাইরে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলার মাঠ গ্রামের একজন আক্রান্ত ছিলেন। ১৯ মার্চ শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দেশের প্রথম কোনো এলাকা হিসেবে শিবচরকে লকডাউন ঘোষণা করে। ওই সময় স্বাস্থ্য বিভাগের আইইডিসিআরের টিম ঘন ঘন শিবচরে এসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা মানুষের তালিকা তৈরি করে তাদের নমুনা সংগ্রহ করে এবং হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করে। এর ফলে ওই পরিবারের আরও দুইজনের সংক্রমণ চিহ্নিত হয়। ২৪ মার্চ ওই প্রবাসীর বাবা করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। এরই মধ্যে আইইডিসিআর দেশের মধ্যে যে ৫টি এলাকাকে করোনা সংক্রমণ এলাকা ঘোষণা করেন তার মধ্যে শিবচর অন্যতম। দেশের রোগীর সংখ্যা বাড়তে থাকলে ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল পর্যন্ত শিবচরের করোনা রোগীর সংখ্যা স্থিতিশীল এবং ওই দুই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যখন দেশের মোট রোগীর সংখ্যা ৪৮২ জনে পৌঁছে গেছে। ১২ এপ্রিল শিবচরের ওই প্রবাসীর এক প্রতিবেশীর মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। এর বাইরে আরও তিনজন আক্রান্ত হন, তবে তারা নারায়ণগঞ্জ ফেরত ও অপর একজন তাদের সংস্পর্শে আক্রান্তে আসা। পরে আক্রান্ত তিনজনের মধ্যে একজন চিকিৎসক। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের স্বামী এবং নারায়ণগঞ্জে থেকে রোগী দেখতেন। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্ত্রীর কাছে বেড়াতে আসেন এবং তার মাধ্যমে তার চিকিৎসক স্ত্রী ও ৭ বছরের শিশুকন্যা আক্রান্ত হন। ১৮ এপ্রিল পর্যন্ত শিবচরের মোট রোগীর সংখ্যা ১৭। করোনাভাইরাস শনাক্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জনের মধ্যে ৯ জনকে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। রোবাবার ওই ৯ রোগী বাড়ি আসেন। এর মধ্যে ৪ জন্য রয়েছেন যারা পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম। মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ব্যক্তি করোনাভাইরাস শনাক্ত হনি। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ১৫৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। জেলায় মোট হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ১৩৮৮ জন। শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, করোনার বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি এ উপজেলায় করোনার বিস্তার রোধ করা সম্ভব হবে। মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ১৭ ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। এর মধ্যে রোববার ৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো সংক্রমিত ৪ জন রয়েছেন। তিনি আরও জানান, ছাড়পত্র পাওয়া ৯ জনের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়া ৪ জন গত ৯ এপ্রিলে এবং বাকি ৩ জন গত ৫ এপ্রিল থেকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। এলাকাবাসী ও সংশ্লিষ্টদের ধারণা, লকডাউনের শুরু থেকেই জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে নীতিমালা মেনে শিবচর উপজেলার সর্বত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া সম্ভব হয়েছে। এ পর্যন্ত এলাকার এক-তৃতীয়াংশ মানুষের মাঝে সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে। তাতে প্রায় ২৮ হাজার প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা গ্রহণ করেছে। এই কারণেই মানুষ অনেকটা ঘরবন্দি থাকতে পরেছে। আর সংক্রমণটা ও সামাজিক পর্যায়ে বিস্তার লাভ করতে পারেনি বলে ধারণঅ এলাকার সচেতন মহলের।সংশ্লিষ্টরা মনে করেন, রোগের বিস্তাররোধে আইইডিসিআরের গবেষণা ও গাইডলাইন অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদেরকে জনবিচ্ছিন্ন করে রাখা এবং শতভাগ লকডাউন পালন করার কারণে শিবচরে করোনার বিস্তার সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে। অন্যথায় ঢাকা ও নারায়ণগঞ্জের মতো সংক্রমিত এলাকায় পরিণত হতো কারণ ঢাকা ও নারায়ণগঞ্জের পরই শিবচরের করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে। শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, শিবচরকে লকডাউন ঘোষণা করার পর আমরা এটা কার্যকর করার জন্য সার্বক্ষণিক কাজ করছি। আমাদের সংসদ সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। শিবচরবাসী সর্বাত্মক লকডাউন মেনে চলায় শিবচরে নারায়ণগঞ্জের মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিবচরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ সরকারি নির্দেশ মেনে চলায় এখানে কমিউনিটি পর্যায়ে করোনার বিস্তার ঘটেনি। তিনি জনগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন মেনে চলার আহ্বান জানান।

 151 total views,  1 views today

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2018 doinikjonotarkhobor