বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, মুজিব বর্ষের স্লোগান দিয়ে জণগনের উপর দ্রব্যমূল্যের বর্ধিত মূল্য চাপিয়ে দেয়া হচ্ছে। মেগা প্রকল্পের কথা বলে সরকার জণগনের পকেট কাটছে। দিনের পর দিন দ্রব্যমূল্যের উর্ধগতি সাধারন মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেনা। প্রতিনিয়তই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৮ দশমিক ৭৫ শতাংশ, ক্ষুদ্র শিল্প গ্রাহক ৪ দশমিক ৯, মাঝারি শিল্পে ৫ দশমিক ৩, ওয়াসার পানির দাম ২৭ শতাংশ বাড়ানো হয়েছে। এতে করে জনগনের নাভিশ্বাস ওঠার জোগার হয়েছে। সোমবার বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল মহানগর বিএনপি’র আয়োজিত মানববন্ধনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে, জ্বালানী বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রেখেছে যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারে। সরকার দূর্নীতি লুটপাটের মাধ্যমে ইতিহাস গড়েছেন। নির্বাচনের একদিন আগে ভোট করে সরকার গঠন করে নিজেদের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করছে। যেখানে চোর, ডাকাত সন্ত্রাসীরা জামিন পেয়ে ঘুরে বেড়ায় সেখানে বেগম জিয়ার জামিন হয় না। রাজনৈতিক ভাবে হেয় করতেই খালেদাজিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছেনা। সংবাদ পত্রেও দূর্নীতির বিরুদ্ধে লিখতে পারছেনা। সাংবাদিকদের বিরুদ্ধে আইন করে তাদের লেখা বন্ধ করে দেয়া হয়েছে। সাধারন মানুষ কথা বলতে গেলে তাদেরকে গুম করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারেনা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামে রাজপথে নামার আহবান জানান সরোয়ার। আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসিন মন্টু, মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবির প্রমুখ। অপরদিকে একই দাবিতে নগরের সাংবাদিক মাঈনুল হাসান সড়কস্থ বরিশাল প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচী পালন করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র নেতৃবৃন্দরা। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন প্রমুখ।
227 total views, 1 views today