বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্র যারা ইতিমধ্যেই কাজ হারিয়েছেন এমন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার। রবিবার (২৯ মার্চ) সকালে ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। কর্মহীনদের প্রত্যেককে দুই কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার লকডাউন ঘোষণা করেছেন এ পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ্য পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। এভাবে যদি সমাজের বিত্তবানরা প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করে তাহলে সমাজের হতদরিদ্র মানুষ গুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ আলী, আফাজ উদ্দীন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, ক্যাবল ব্যবসায়ী শিমুল শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী অরুন কুমার ঘোষ, ধামরাই উপজেলা ও পৌরসভার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ ঘোষ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
175 total views, 1 views today