বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
সিকো চাকমা
পরিবেশের ক্ষতি করার দায়ে চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের অপরাধে কর্ণফুলী উপজেলার ন্যাশনাল সিমেন্ট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ইটিপি অকার্যকর থাকায় হাটহাজারী উপজেলার এফ এন্ড এফ ফেব্রিক্সকে ২০ হাজার টাকা ও পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের অপরাধে মিরসরাই উপজেলার বড়তাকিয়া ফিলিং স্টেশনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ছাড়পত্র নবায়ন না থাকায় সীতাকুণ্ড উপজেলার হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
90 total views, 1 views today