বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় লিপি আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার গৌরিপুর গ্রামের শাহীন হোসেনের কন্যা। সোমবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সে উপজেলা দক্ষিন শিয়ালকাঠী গ্রামের নানা মোস্তফা হাওলাদারের বাড়ি বসে আত্মহত্যা করেছে।
থানা পুলিশ ও পরিবার সূত্র জানান, ওই দিন সকালে ২ বোনের মধ্যে কাথা কাটাকাটি হয়। এর পর সকাল ১১টার দিকে ওই কলেজ ছাত্রী নানা বাড়ির একটি রুমের দরজা আটকিয়ে জানালার গ্রীলের সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক সময় পর্যন্ত ঘরের দরজা খুলে বেড় না হওয়ায় পরিবারের লোকজনের খোঁজ পড়লে দুপুরে ওই রুমের দরজা ভেঙ্গে তার মর দেহ উদ্ধার করা হয়। সে ঢাকার একটি কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী ছিলো। করোনার কারনে গ্রামের আসে ও পরে নানা বাড়িতে বেড়াতে আসে।
থানা পুলিশের অফিসার ইন চার্জ এসএম মাকসুদুর রহমান জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
154 total views, 1 views today