মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০১:৪৩ পূর্বাহ্ন
নওগাঁ বদলগাছী উপজেলা প্রতিনিধি এনামুল কবীর এনাম।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্রতিবুন্ধীগন।
জানা গেছে গত ২৬শে ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলার মেন গেটের সামনে বেনার হাতে নিয়ে তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিকের ও বেশি বিভিন্ন প্রতিবুন্ধীগন।
বেনারে তিন দফা দাবির মধ্যে দেখা যায় প্রতি মাসে ৭৫০টাকা ভাতার স্থলে নুন্যতম ৬ হাজার টাকা ভাতা প্রদানের সুব্যাবস্থা করতে হবে।
এককালীন কর্ম প্রনোদনা বাবদ এক লাখ টাকা প্রদান করা এবং শিক্ষিত যোগ্য প্রতিবুন্ধী ছেলে মেয়ে কে সরকারী চাকুরীর সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিভিন্ন প্রতিবুন্ধীগনের কাছে মানববন্ধন কর্মসূচি বিষয়ে জানতে চাইলে তিনারা জানান দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারের অনেক অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয় কিন্তু আমাদের মতো প্রতিবুন্ধীদের সুযোগ সুবিধা সরকার দেন নি। তিনারা আরও জানান এই স্বাধীন দেশে আমরা কারো বোঝা হয়ে থাকতে চাই না মর্মে সরকার মোহদয়ের উর্ধতন কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করছি।
92 total views, 1 views today