বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নাজমুল করিম ওরফে সোহেল আকন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৯ হাজার ৫০০ টাকাসহ নাজমুল আটক করা হয়।
পরে র্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. সায়দুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নাজমুল বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকার আব্দুল কাইয়ুম আকনের ছেলে।
351 total views, 1 views today