বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গুলিবিদ্ধ ইমরান খানের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক অভিমানে একসাথে বিষপান যমজ বোনের, একজনের মৃত্যু ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, করল ইসরাইল ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে পিস্তল দিয়ে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের আইনের শাসন, অবাধ নির্বাচন সুস্থ গণতন্ত্রের ভিত্তি: মার্কিন দূতাবাস ধনীদের উপর কর বাড়িয়েছে পাকিস্তান, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা ইউক্রেনে দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া হজের তাৎপর্য সীতাকুণ্ডে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু । জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হলেন রাবাব ফাতিমা । দোনেতস্কের আদালতে দুই ব্রিটিশসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় বরগুনায়, ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে মস্কো, জানালেন পুতিন । আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থীকে জরিমানা । বিশ্ব পরিবেশ দিবস পালন করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন হাসান আহমেদ ভারতে যৌন নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর মুক্তি পেল ‘টোপ’ নাটকের গান ‘তোমায় কাছে পেলে’ বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের বরিশাল জেলা কমিটি গঠিত
বরিশালে দিনে ১০০০ টেস্টসহ ৩০ দাবি বাসদের

বরিশালে দিনে ১০০০ টেস্টসহ ৩০ দাবি বাসদের

 বরিশালে প্রতিদিন এক হাজার করোনা টেস্ট,দুর্যোগ মোকাবেলায় সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনসহ ৩০টির বেশী দাবিতে শনিবার সমাবেশ করেছে বরিশাল জেলা বাসদ। বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মনীষা মনীষা চক্রবর্ত্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।

করোনার নিয়ে বরিশালে অশ্বিনী কুমার হলেন সামনে বরিশাল বাসদের সমাবেশ-বরিশাল নিউজ  তাদের দাবির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, ত্রাণ চোরদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ওয়ার্ডভিত্তিক তালিকা করে প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ি সাপ্তাহিক ত্রাণ সরবরাহ, বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহকে যুক্ত করে করোনা মোকাবেলার উদ্যোগ , বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু, করোনা ইউনিটে আইসিইউ চালু এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন, করোনা ল্যাবে প্রতিদিন অন্তত ১০০ টেস্টের ব্যবস্থা , চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিই এবং আবাসন, পরিবহন সুবিধা নিশ্চিত , স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, পরিচ্ছন্নতা কর্মীসহ করোনা দুর্যোগ মোকাবেলার সাথে সংশ্লিষ্ট সকলের ঝুঁকিভাতা নিশ্চিত, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বছরের সকল ফি মওকুফ , ১২০০ টাকা মন দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয়,এবং কৃষি ঋণ মওকুফ,বকেয়া বেতনসহ সকল প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ , পাড়া-মহল্লায় জীবাণুনাশক ও মশার ঔষধ স্প্রে করা, স্বাস্থ্যকর্মী টিম তৈরি করে ‘করোনা স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করার দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে  প্রতীকী মিছিল ও সমাবেশ করেছে।
 বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন বলেন, প্রতিদিনই চাল, ডাল, তেলসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে পাইকারী বাজারে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা, ডালে ১৪ টাকা, পিঁয়াজ ২৫ টাকা, তেল ১০ টাকা, লবন ৪ টাকা বেড়েছে। প্রশাসনকে জানানোর পরও বাজার নিয়ন্ত্রণে কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আবার অপর্যাপ্ত ত্রাণ প্রদানেও স্বজনপ্রীতি এবং দলীয়করণ করা হচ্ছে। অবিলম্বে করোনা দুর্যোগ মোকাবেলায় সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনের দাবিও জানান তিনি। সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই দুর্যোগ মোকাবেলার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনীকিকরণের কথা বলেছি। প্রতিদিনই করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। তাই বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু করেই এই সংকট মোকাবেলার পাশাপাশি করোনা ইউনিটে আইসিইউ এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন করার জরুরী। এলাকায় এলাকায় জ্বর, সর্দি, কাশির রোগী থাকলেই বা কারোর সন্দেহ হলেই যেন টেস্ট করতে পারে তাই প্রতিদিন অন্তত ১০০০ টেস্টের ব্যবস্থা করা দরকার। এলাকায় এলাকায় স্বেচ্ছাসেবক টিম করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।

 209 total views,  1 views today

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2018 doinikjonotarkhobor