বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন
বরিশাল নগরীতে সন্ধ্যার পর ঔষধ দোকান ছাড়া সকল ধরনের মার্কেট, বাজার, মুদি দোকান, ভাসমান বাজার ও চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সন্ধ্যার পর ঔষধ দোকান ছাড়া সকল দোকান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- নগরীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষ অকারণে ঘড় থেকে বাহির হতে পাবরে না। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধ পাবে। করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন।
252 total views, 1 views today