বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
বরিশাল দায়রাজজ কোর্টে এক হ্দয়বিমুখ করুণা দৃশ্য।এ যেন সিনেমার চরিএ কে হার মানায়।এক অনাথ ২ বছরের শিশুর বাবার সাথে কান্না।এমন দৃশ্য দেখে সবার নজর কাটে তাদের দিকে।যানা জায়,বিগত ১০ দিন আগে মাদক মামলায় আটক হয় সোহেল।মামলাটি বর্তমান বিমান বন্দর থানার আওতাধীন। তার আজকে রিমান্ড এর শুনানী ছিল।এ খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসে সোহেলের মা তার শিশু সন্তান টি কে নিয়ে।অনেক সময়সীমার পর, তাদের মামলার উকিল এডভোকেট গিয়াস উদ্দিন তমালের সহযোগিতায়, বাবা কে দেখতে পায় এই অবুঝ শিশুটি।বাবা কে দেখামাত্র ই কান্না করে দিল এই অবুঝ শিশু। তদ্রুপ হতভাগা বাবা,তার আদরের সন্তান টিকে লোহার সিকের মধো থেকে চুমু দেয়ার প্রচেষ্টা করেছেন।এমন দৃশ্য সবারই মনকে ব্যাথিত করে।
314 total views, 1 views today