বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন
জনতার ডেক্সঃ বরিশাল জেলার দশ উপজেলার মধ্যে প্রথম হয়ে পুরস্কৃত হলেন আগৈলঝাড়া থানার এএসআই মো. জাহিদুল ইসলাম। আগষ্ট মাসে জেলার মধ্যে সর্বাধিক ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এই পুরস্কার পেলেন আগৈলঝাড়া থানায় কর্মরত এএসআই মো. জাহিদুল ইমলাম। বরিশাল জেলা পুলিশ লাইনে রবিবার অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এর হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন এএসাই জাহিদুল ইসলাম। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, উর্ধতন কর্মকর্তা ও আদালতের নির্দেশিত আসামী গ্রেফতারে এএসআই জাহিদুল ইসলাম পুরস্কৃত হওয়ায় আগৈলঝাড়া থানা পুলিশ গৌরবান্বিত হয়েছে। তাঁর এই সফলতা আগামী দিনের কর্মতৎপরতায় আরও সহায়ক হবে বলে ও মনে করেন তিনি।
125 total views, 1 views today