বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন
জনতার ডেস্ক:টেকনিক্যাল সমস্যার কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে বরিশালগামী ইউএস বাংলার ৭৮ যাত্রী। বিমানটি বরিশাল এয়ারপোর্টে অবতরণ করতে না পেরে অবশেষে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে বিমানটি। পরে ইউএস বাংলার অপর একটি বিমানে করে বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হয় ওই ৭৮ যাত্রীকে। বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক রাহিন চৌধুরী জানান, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে রওয়ানা হয় বরিশালের উদ্দেশ্যে। কিন্তু ফ্লাইটটি বরিশালের কাছাকাছি এসে পৌছলে ফ্লাইটটির টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তাই বিমানের পাইলট ফ্লাইটটি পুনরায় ঢাকায় নিয়ে যায় এবং ইউএস বাংলার অপর একটি ফ্লাইটে যাত্রীদের বিকাল সাড়ে ৩টায় বরিশালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করায় বিস্তারিত আর কিছু জানেন না বলে জানান। এদিকে এই বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের বরিশাল অফিসের ইনচার্জ সাইফুল ইসলামকে কল করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং তিনি ছুটিতে রয়েছেন বলে জানান। পরে তিনি ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলামের সাথে যোগাযোগ করার কথা বলেন। তবে কামরুল ইসলাম এই বিষয়ে কিছু জানেন না এবং তিনি চাকুরী ছেড়ে দিয়েছেন বলে জানানোয় ইউএস বাংলা’র কারো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
693 total views, 1 views today