বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন
জনতার ডেস্ক:বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে। আজ ৭ জুলাই রোববার একজন আহবায়ক ও ৬ জনকে যুগ্ম আহবায়ক করে মোট একান্ন (৫১) সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ৩ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে আহবায়ক এবং নজরুল ইসলাম হাওলাদার, আবু মুহম্মদ বশির, হারুন-অর-রশীদ, জুয়েল মাহমুদ, শাহাজাদা খাঁন এবং আরিফ সিকদারকে যুগ্ম আহবায়ক নির্বাচন করা হয়।এছাড়া আরিফ সিকদার দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সে জানায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিয়ে একসাথে কাজ করতে চায়।এছাড়া সে আর ও বলে,
বরিশাল বিশ্ববিদ্যালয় এর সকল কর্মকর্তা এবং কর্মচারীদের এক প্লাটফর্মে ও একই বন্ধনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায়।
322 total views, 1 views today