বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন
জনতার ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড: ১৭-২০ এর আয়োজনে আজ ২৬ শে আগস্ট বিকাল ৫ টা ঘটিকায়,জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায়, মোঃ আরিফুর রহমান রিয়াদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কে এম মাহবুব হাসান। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির যুগ্ম – সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মাহমুদ, সদস্য মোঃ আসিকুজ্জামান,এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের অাহবায়ক বাহাউদ্দীন গোলাপ, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ অন্যান্য নেত্রীবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দরা। উক্ত আলোচনায় সভায়, প্রধান অতিথি তার বক্তব্যে, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। আয়োজক সংগঠনের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষনমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের আইডল, নগরপিতা সেরনিয়াবাত সাদেক আব্দুলাহর নেতৃত্বে আমাদের সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এছাড়া,আগামী ৩১ শে আগস্ট বঙ্গবন্ধু উদ্যানে বরিশালের রাজনৈতিক অভিভাবক জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহ স্মৃতিচারণ করবেন। উক্ত সমাবেশে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন।
369 total views, 1 views today