বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন
বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ৯টায় নগরীর চাঁদমারি কলোনী সংলগ্ন কীর্তনখোলা নদীর বেরিবাধে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় আর ও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব ডা. ইসরাইল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিত আহমেদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ডা. নাহিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা সহ নেতৃবৃন্দ।
এদিকে একই সময়ে বরিশাল জেনারেল (সদর) হাস্পাতালে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এদিকে বরিশাল সিটি এলাকায় ৪৯ হাজার ৫০০ শিশুকে টিকা খাওয়ানোর কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
422 total views, 1 views today