বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারাখানার (গার্মেন্টস) শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা গার্মেন্টেসের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে ৬ থেকে ৭০০ শ্রমিক দক্ষিণ কমলাপুর বিন্নি গার্মেস্টেসের সামনে জড়ো হতে থাকে। পরে তারা কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা শ্লোগান দিতে থাকে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, সরকার সব শ্রমিককে বেতন দিতে বললেও কেন এই গার্মেন্টেসের বেতন হয়নি তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ করছি। শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার সব ধরনের ব্যবস্থা করবো। বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সুইং অপরাটের রাশেদা বলেন, করোনার জন্য মার্চের শেষ দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়। ওই সময় মালিকপক্ষ বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেবে। কিন্তু কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন নিতে আসলেও তারা বেতন দিচ্ছেন না। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। তিনি আরও জানান, কারখানা এখন বন্ধ। কাজ নেই। আমরা কী খেয়ে বাঁচবো। অথচ বেতন পেলে কিছুটা হলেও রক্ষা পাওযা যেতো।
333 total views, 1 views today