বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে ৩ মাস সম্মানী ভাতার টাকা না পেয়ে ৫৫২জন বীর মুক্তিযোদ্ধা পরিবার করোনা ভাইরাসের মহামারীতে মানবেতর জীবনযাপন করছেন। মুক্তিযোদ্ধাদের অভিযোগ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে’র অবহেলায় মুক্তিযোদ্ধারা তাদের সম্মানী ভাতার টাকা যথাসময়ে পান নি। বীরমুক্তি যোদ্ধা মাইন উদ্দীন পাটোয়ারি বলেন, প্রায় ১মাস আগে জেলা প্রশাসক মহোদয় আমাদের মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধাদের ভাতার টাকার চেক এ স্বাক্ষর করে ছাড় দিলেও মেহেন্দিগঞ্জের ইউএনওর উদাসীনতার কারনে সে চেক এখনও মেহেন্দিগঞ্জের ব্যাংকে আসেনি। অন্য উপজেলার মুক্তিযোদ্ধারা তাদের ভাতার টাকা অনেক আগে পেয়েছেন। মহামারী করোনার কারনে আমরা এখন ঘরবন্ধি, ঘরে খাবার নেই, এমনকি কেউ আমাদেরকে একমুঠো ত্রানসামগ্রীও দেয়নি, এমন অবস্থায় খুবই কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আরেক মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান বলেন, আমাদের সামনে ক্ষুদার জ্বালায় আত্নহত্যা ছাড়া আর কোন পথ দেখছি না। অনেক মুক্তিযোদ্ধা অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। ২০১৩ সালের মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রকর্তৃক গেজেটভুক্ত ভাতা নীতিমালা অনুযায়ী নিয়মিত পেয়ে আসছেন টাকা। এ অবস্থায় সম্মানী ভাতা না পেয়ে আমাদের বেঁচে থাকা এখন হুমকির মুখে পড়েছে। কমান্ডের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বলেন, সম্মানী টাকা দিয়ে আমরা জীবনযাপন করে থাকি। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। শাহে আলম বয়াতী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন যাতে করে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা দ্রুত সময়ের মধ্যে পেতে পারে। মুক্তিযোদ্ধারা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত সম্মানী ভাতা কবে পাবেন তা নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা।
116 total views, 1 views today