শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন খুলনা বিভাগীয় প্রতিনিধি
মনিরামপুরে মাদ্রাসা মসজিদে দানে এগিয়ে মোঃ নুরুজ্জামান বকুল।
নুরুজ্জামান বকুল যে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ নির্মাণের জন্য অনেক আগে থেকেই দান করে আসছেন।
বকুল মনিরামপুর উপজেলার পৌর এলাকার ৯নং বিজয়রামপুর তাজউদ্দীন তাজুর ছেলে।
মনিরামপুর গরুহাটা মোড়ে নুরুজ্জামান বকুলের একটি কাঠের ফার্নিচার ব্যবসা ও নকশার দোকান আছে। মাদ্রাসা মসজিদে দানের বরকতে নুরুজ্জামান বকুল আজ মনিরামপুরে একজন ধনী ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।
নুরুজ্জামান বকুল সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে ৫হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন, এছাড়াও মনিরামপুর বাইতুল মামুন মারকাজুত তাহফিয মাদ্রাসার কাজের জন্য ৫হাজার টাকা দান করেন, এছাড়াও মনিরামপুর প্রতীটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তার বহু অবদান রয়েছে।
74 total views, 2 views today