বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার থেকে সমাজিক দূরত্ব নিশ্চিতে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর। সরেজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে ব্যারিকেড। যদিও গুরুত্ব বিশেষে ঢুকতে দেয়া হচ্ছে ভেতরে। বহিরাগত গাড়ি, লোকজনকেও ক্যাম্পাস এলাকা ব্যবহার না করার নির্দেশনা দেয়া হচ্ছে। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী যুগান্তরকে বলেন, আমাদের যে সামজিক আইসোলেশন নীতিটা রয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় লকডাউনের বিষয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় এলাকা লকডাউন করিনি। আইসোলেশন নিশ্চিত করার জন্য যাতায়াত সীমিত করেছি। আর কেউ যদি বিদেশ থেকে আসে, তা হলে তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।
237 total views, 1 views today