বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার সেই নারী ক্রু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার আদালতে দেয়া জবানবন্দিতে রাবেয়া শেখ মৌসুমি স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেন। সোমবার দুইদিনের রিমান্ড শেষ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে ক্রু রাবেয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে।
354 total views, 2 views today