বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গুলিবিদ্ধ ইমরান খানের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক অভিমানে একসাথে বিষপান যমজ বোনের, একজনের মৃত্যু ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, করল ইসরাইল ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে পিস্তল দিয়ে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের আইনের শাসন, অবাধ নির্বাচন সুস্থ গণতন্ত্রের ভিত্তি: মার্কিন দূতাবাস ধনীদের উপর কর বাড়িয়েছে পাকিস্তান, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা ইউক্রেনে দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া হজের তাৎপর্য সীতাকুণ্ডে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু । জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হলেন রাবাব ফাতিমা । দোনেতস্কের আদালতে দুই ব্রিটিশসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় বরগুনায়, ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে মস্কো, জানালেন পুতিন । আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থীকে জরিমানা । বিশ্ব পরিবেশ দিবস পালন করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন হাসান আহমেদ ভারতে যৌন নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর মুক্তি পেল ‘টোপ’ নাটকের গান ‘তোমায় কাছে পেলে’ বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের বরিশাল জেলা কমিটি গঠিত
হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধকে ফেলে পালালেন স্বজনরা

হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধকে ফেলে পালালেন স্বজনরা

মিথ্যা পরিচয় ও ঠিকানা দিয়ে ৭০ বছরের গুরুতর অসুস্থ এক বৃদ্ধকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়েছেন তার স্বজনরা। গত চার দিন ধরে হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন ওই বৃদ্ধ। হাসপাতাল ও বাজিতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রেজিস্ট্রারে লিপিবদ্ধ নাম-ঠিকানা অনুযায়ী চিকিৎসাধীন ওই বৃদ্ধ উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত পরশ চন্দ্র সাহার ছেলে প্রদীপ সাহা। বয়স দেয়া হয়েছে ৫৮ বছর। কিন্তু প্রকৃত অর্থে তার বয়স ৭০ বছরের বেশি হবে। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি থানা পুলিশকে জানায়। এর পর উপপরিদর্শক জাহাঙ্গীর আলমকে হাসপাতালের রেজিস্ট্রারে লিপিবদ্ধ নাম-ঠিকানার সূত্র ধরে স্বজনদের খুঁজে বের করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে এই ঠিকানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই উপপরিদর্শকের মতে, ভুল ঠিকানা দিয়ে স্বজনরা হয়তো পালিয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান যুগান্তরকে জানান, বিপ্লব সাহা পরিচয়ে একজন পাঁচ দিন আগে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি রেজিস্ট্রারে ইংরেজিতে তার নামও বিপ্লব সাহা লিখেছেন এবং তার মোবাইল নম্বর লিখতে বললে তা না লিখেই সুযোগ বুঝে বৃদ্ধকে ফেলে চম্পট দেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের নামসহ রোগীর ভুয়া নাম-ঠিকানা দিয়েছেন। তার মতে, সঙ্গে আসা লোকটি যে রোগীর নিকটাত্মীয় ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। মুশফিকুর রহমান আরও জানান, এ অবস্থায় মুমূর্ষু ওই রোগীকে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তরের কথা বললেও তিনি রাজি না হয়ে রেজিস্ট্রারে অঙ্গীকারপত্র দেন, রোগী মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, এ বৃদ্ধকে নিয়ে তারা টেনশনে আছেন। তিনি এ সময় আক্ষেপ করে বলেন, কোনো বয়স্ক লোকের প্রতি পরিবার ও স্বজনদের এমন অমানবিক আচরণ কখনও দেখিনি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ওই বৃদ্ধ প্রকৃতপক্ষে স্ট্রোকের রোগী। বর্তমানে তিনি শিশু ওয়ার্ডের একটি বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। তার পিঠ ও পেছনের দিকে ক্ষত হয়ে গেছে। সাধারণত এ ধরনের সমস্যার রোগীদের দীর্ঘ সময় শুয়ে থাকার কারণে পিঠে এমন অবস্থা হয়ে থাকে। ওই বৃদ্ধের কথাবার্তাও অসংলগ্ন। নাম বলতে না পারলেও বাড়ি কোথায় জানতে চাইলে তিনি একবার কামালপুর আরেকবার সচারচর বলছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, ওই বৃদ্ধের উপযুক্ত চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।

 406 total views,  1 views today

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2018 doinikjonotarkhobor