বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই মৌসুমের কার্যক্রম ৪২ দিনে সমাপ্তি হল। মিলস কতৃপক্ষ জানায়, পর্যাপ্ত আখ সরবরাহ না থাকায় ২ মাসের আগেই মাড়াই মৌসুমের সমাপ্তি টানতে হলো।এর আগে ৬৫ দিনে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার মে:ট: চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে কার্যক্রম শুরু করলেও মাত্র ৪২ দিনে মাড়াই কার্যক্রম শেষ হলো। আর এ ৪২ দিনে ৫৩ হাজার ৭শ ৩০ মে. টন আখ মাড়াই করে ৩২০১ মে.টন চিনি উৎপাদন করেছে মিলটি।চিনি আহরণের হার ছিলো ৬.০৬ শতাংশ। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি করা হয়। গত অর্থ বছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলস এর ৬২ তম আখ মাড়াই মৌসুম শুরু হয় গত ২০ডিসেম্বর। এ বছর ঠাকুরগাঁওয়ে ৭ হাজার একর জমিতে আখ চাষ হলেও পর্যাপ্ত আখের অভাবে ১৮ দিন আগেই বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও সুগার মিলস এর আখ মাড়াই মৌসুম। মিলের ডেপুটি প্রোডাক্শন ম্যানেজার হাসানুজজামান বলেন, মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
348 total views, 1 views today