অনলাইন নিউজ পেপার কিভাবে নিবন্ধন করবেন – সম্পূর্ণ বিস্তারিত গাইড (বাংলাদেশ)
- Update Time : ০৩:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ২৩৯ Time View

বর্তমানে বাংলাদেশ সরকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন বাধ্যতামূলক করেছে। এটি পরিচালনা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেকোনো অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমকে বৈধতা পাওয়ার জন্য নিবন্ধন আবশ্যক। এই নিবন্ধনের মাধ্যমে আপনি পোর্টাল পরিচালনায় বৈধতা, ব্র্যান্ড ভ্যালু এবং সরকারি সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন।
🔰 ধাপ ১: একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রস্তুত করুন
নিবন্ধনের আগে আপনাকে একটি প্রফেশনাল, সংবাদ ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে হবে। যেমন:
ওয়েবসাইটে অবশ্যই হোম, সংবাদ বিভাগ (জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, খেলাধুলা, বিনোদন ইত্যাদি), কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ থাকতে হবে।
নিউজগুলো নিজস্ব লেখা হতে হবে, কপি-পেস্ট করলে বাতিল হতে পারে।
ডেস্ক রিপোর্টার ও এডিটর থাকলে ভালো হয়।
প্রযুক্তিগত দিক:
ওয়েবসাইটটি হতে হবে ফাস্ট, মোবাইল রেস্পন্সিভ এবং নিরাপদ (SSL ইনস্টল করা)।
ডোমেইন ও হোস্টিং হতে হবে প্রফেশনাল (যেমন: News24BD.com)
🔰 ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
নিবন্ধনের জন্য নিচের ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখুন:
কাগজপত্র বিস্তারিত
✅ ডোমেইন ও হোস্টিং তথ্য ডোমেইন হোস্টিং ইনভয়েস, কন্ট্রোল প্যানেল স্ক্রিনশট
✅ ট্রেড লাইসেন্স যদি নিউজ পোর্টালটি কোনো প্রতিষ্ঠানের নামে হয়
✅ সম্পাদক/প্রকাশকের NID সামনের ও পেছনের অংশ
✅ পাসপোর্ট সাইজ ছবি সম্পাদক ও মালিকের ছবি
✅ অফিস ভাড়া চুক্তিপত্র / বিদ্যুৎ বিল অফিস লোকেশন ভেরিফিকেশনের জন্য
✅ সংবাদ নমুনা ২০-২৫টি নিউজ প্রকাশিত থাকতে হবে
✅ কর্মীর তালিকা রিপোর্টার, সম্পাদক, টেকনিক্যাল টিমের নাম
✅ সংবাদের নীতিমালা আপনার সংবাদের উদ্দেশ্য, লক্ষ্য, নীতিমালা
🔰 ধাপ ৩: অনলাইনে আবেদন করুন
📍 ওয়েবসাইট: http://onlinenewspaper.gov.bd
আবেদনের ধাপ:
ওয়েবসাইটে গিয়ে “নিবন্ধনের জন্য আবেদন” অপশনে ক্লিক করুন
একটি অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন
ফরম পূরণ করুন:
পোর্টালের নাম
ডোমেইন ঠিকানা
সম্পাদক/প্রকাশকের তথ্য
অফিস ঠিকানা
কাগজপত্র আপলোড করুন
আবেদন সাবমিট করে ট্র্যাকিং নম্বর সংরক্ষণ করুন
🔰 ধাপ ৪: যাচাই-বাছাই ও অফিস পরিদর্শন
আবেদন সাবমিশনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃপক্ষ যাচাই করবে।
একটি টিম আপনার অফিসে ফিজিক্যাল ভিজিট করতে পারে।
তারা দেখবে আপনি সত্যিই সংবাদ পরিচালনা করছেন কি না।
🔰 ধাপ ৫: নিবন্ধন ফি ও অনুমোদন
যাচাই-বাছাই শেষে আপনাকে SMS বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।
নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হবে (প্রায় ৫,০০০ – ১০,০০০ টাকা)
সফলভাবে ফি জমা দিলে আপনি সরকারি নিবন্ধন সার্টিফিকেট পাবেন।
📌 নিবন্ধনের কিছু নিয়ম:
বিষয় বিস্তারিত
✅ কনটেন্ট হতে হবে সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল
❌ কপি-পেস্ট অন্য সাইট থেকে নিউজ কপি করলে বাতিল হতে পারে
✅ নিয়মিত আপডেট প্রতিদিন বা সাপ্তাহিক নিউজ দিতে হবে
✅ সরকারি আইন তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে হবে
🔰 নিবন্ধনের সুবিধা
সরকারিভাবে বৈধতা
বিজ্ঞাপন (Google/সরকারি)
অফিসিয়াল আইডি কার্ড অনুমোদন
আইনগত সুরক্ষা
সাংবাদিক ইউনিয়নে সদস্য হওয়ার সুযোগ
🛠 আপনি যদি ক্লায়েন্টদের জন্য অনলাইন নিউজ পোর্টাল বানাতে চান (যেমন WordPress দিয়ে), তাহলে আমি আপনার জন্য একটা সেটআপ প্যাকেজ তৈরি করে দিতে পারি, যেমনঃ
রেস্পন্সিভ ডিজাইন
নিউজ ক্যাটাগরি + পোস্ট অপশন
নিউজ স্ক্রলিং, শেয়ার বাটন, SEO অপটিমাইজড
এডমিন প্যানেল ও রিপোর্টার অ্যাকাউন্ট সিস্টেম
প্রস্তুত পিডিএফ/ভিডিও গাইড
📞 আমাদের সাথে যোগাযোগ করুন
আপনি যদি নিজের একটি অনলাইন নিউজ পোর্টাল বানাতে চান বা নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়ায় সহায়তা চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
📌 BD IT HOST / BD IT HOST Team
🌐 ওয়েবসাইট: www.bdithost.com
📧 ইমেইল: info@bdithost.com
📱 মোবাইল: +8801798928253
💬 ফেসবুক পেজ: fb.com/bdithost
🕘 অফিস সময়:
শনিবার – বৃহস্পতিবার: সকাল ১০টা থেকে রাত ৮টা
শুক্রবার: বন্ধ










